Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

দপ্তরের কার্যাবলী :

ক) মৎস্যও চিংড়ী চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ী চাষের পরামর্শ প্রদান।

খ) মুক্ত জলাশয়েরমৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা  

   এবং সংরক্ষণ আইন বাস্তবায়ন।

গ) মৎস্যও চিংড়ী চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প প্রস্তাব প্রনয়ণে

   সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা মৎস্যচাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

ঘ) উন্নত জাতেরপোনাসহ মাছ ও চিংড়ী চাষের বিভিন্ন উৎপাদনউপকরণ সংগ্রহ ও সরবরাহ

   সহযোগিতা প্রদান। 

ঙ) উপজেলাধীন মৎস্যসম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

চ) মৎস্যঅধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।

ছ) মৎস্যমাননিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ী চাষে অননুমোদিত দ্রব্যের ব্যবস্থার

   বন্ধে চাষীদের উদ্ধুদ্ধকরণ এবং সংক্রমণের উৎস সনাক্তকরণ ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।

জ) আহরণ-উত্তর মাছ ও চিংড়ী অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা

   রক্ষায় উদ্ধুদ্ধকরণ।

ঝ) জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্ধুদ্ধ করার নিমিত্ত নতুন প্রযুক্তি হাতে-কলমে

   প্রদর্শনের লক্ষ্যে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্যখামার স্থাপন।

ঞ) মৎস্যও চিংড়ী চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী/মৎস্যজীবীদের মধ্যে

   বিতরণ।

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা

ক্রমিক নং

সেবাসমূহ

সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

০১

মৎস্যউৎপাদন বৃদ্ধি কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গনগণকে পুষ্টি যোগান সহায়তা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা

অফিস সময়

০২

মৎস্যচাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা

অফিস সময়

০৩

অফিসে আগত মৎস্যচাষীদের মৎস্যচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা

অফিস সময়

০৪

মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্যঋণ প্রাপ্তিতে সহয়তা সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা

অফিস সময়

০৫

মৎস্যচাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবী

অফিস সময়

০৬

বানিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্ধুদ্ধকরণ ও কারিগরী সহয়তা সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবী

অফিস সময়

০৭

দেশী প্রজাতির মৎস্যসংরক্ষন ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষী/উদ্যোক্তা/মৎস্যজীবী

অফিস সময়

০৮

মাছ ও চিংড়ী অবতরণ কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান।

অবতরণ কেন্দ্র/উদ্যোক্তা/জনগণ

অফিস সময়

০৯

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা।

মৎস্যচাষী/উদ্যোক্তা/জনগণ

অফিস সময়